ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৩ ইয়াবা ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ ইয়াবা ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় ২০১৬ সালে ২৮ লাখ পিস ইয়াবা জব্দের ঘটনায় ৩ ইয়াবা ব্যবসায়ীকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন- আলী আহমদ (৫৬), মো. হামিদুল্লাহ (৩২) ও মো. মহিউদ্দীন (৩৯)। আসামিরা সবাই কারাগারে বন্দী রয়েছেন।

চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী জানান, ২০১৬ সালের ১৭ জানুয়ারি চট্টগ্রাম র‌্যাব-৭ এর এক দল গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর মোহনায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে র‌্যাব ২৭ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ আলী আহমদ ও হামিদুল্লাহকে গ্রেপ্তার করে।

পরে গেপ্তারদের দেয়া স্বীকারোক্তি মতে পৃথক অভিযান চালিয়ে মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে আরো ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আসামিদের সবাইকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়