ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে।

মঙ্গলবার ওই তরুণী বাদী হয়ে প্রেমিক সামিউল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার দুজন হলেন- আশুলিয়ার নরসিংহপুর এলাকার মৃত জলিল সরকারের ছেলে রানা সরকার (২৫) ও একই এলাকার মৃত জামাল মোল্লার ছেলে আরিফ হোসেন (২৯)।

পলাতক সামিউল ইসলাম মৃধা ওরফে সোহান (২২) আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি নাটোর জেলার লালপুরে।

মামলা সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি কারখানায় ওই তরুণী ও সামিউল ইসলাম কাজ করতেন। তাদের মধ‌্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

গত ২৩ ফেব্রুয়ারি রাতে ওই তরুনী নরসিংহপুর এলাকায় তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। পরে বাসায় ফেরার পথে সামিউল তাকে ডেকে নেন। এরপর কৌশলে একই এলাকায় তার ভাড়া বাসায় আটকে রাখেন।

সেখানে সামিউল, তার বন্ধু আরিফ ও রানা পর্যায়ক্রমে তার ওপর যৌন নির্যাতন চালায়। এরপর মধ‌্য রাতে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়।

আশুলিয়া থানার পরিদর্শক ফজলুল হক জানান, এ ঘটনায় নরসিংহপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পলাতক সামিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া, ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।


সাভার/সাব্বির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়