ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেওয়ান বাড়িতে বিনামূল্যে সেবা-ওষুধ পাবেন রোগীরা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেওয়ান বাড়িতে বিনামূল্যে সেবা-ওষুধ পাবেন রোগীরা

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কোর্টআন্দর গ্রামের দেওয়ান বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাবেন রোগীরা।

মঙ্গলবার দেওয়ান বাড়িতে জহুরুন্নেছা-মতির ক্লিনিকের (দেওয়ান সৈয়দ আব্দুল মতিন-জহুরুন্নেছা তরফদার স্বরণে) উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

এখন থেকে এ ক্লিনিকে শুক্রবার ও শনিবার দুইজন এমবিবিএস ডাক্তার রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা-ওষুধ প্রদান করবেন।

উদ্বোধনী সভায় জানানো হয়, কোর্টআন্দর দেওয়ান বাড়ির বাসিন্দা বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হবিগঞ্জের কৃতি সন্তান আমেরিকার টুলেইন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদের প্রতিষ্ঠিত নাবিক-ইউএসএ’র অর্থায়নে ও ডিবিসি’র বাস্তবায়নে এ ক্লিনিকটি পরিচালিত হবে।

ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডা. শফিকুল ইসলাম(নাবিক প্রতিনিধি), ডা. দেওয়ান সৈয়দ আদনান মজিদ, দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা শফিউল আলম স্বপন, দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সভাপতি সৈয়দ মাহমুদ জামিল, সৈয়দ রুহেল আহমেদ, জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. মামুন চৌধুরীসহ আরো অনেকে। 

আলোচনা শেষে আগত ডাক্তাররা দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসা সেবা-ওষুধ প্রদান করেন।   


মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়