ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো মাস্টার ফার্মেসি এবং রায় ফার্মেসি।

সহকারী কমিশনার নবীনগর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান জানান, মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে মোবাইল কোর্ট আইন, ২০০৯ মোতাবেক অভিযান চালিয়ে অবৈধভাবে ফিজিসিয়ান স্যাম্পল, বেবি ফুড, অনুমোদনহীন ঔষধ সংরক্ষণ করায় মাস্টার ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা ও রায় ফার্মেসিতে অনুমোদনহীন ঔষধ সংরক্ষণ করায় রায় ফার্মেসিকে ‘দি ড্রাগ এক্ট’ ১৯৪০ এর ২৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়