ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩ কোটি টাকার জর্দা জব্দ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ কোটি টাকার জর্দা জব্দ

মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পুরক শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রামে প্রায় ৩ কোটি টাকা ‍মূল্যের জর্দা জব্দ করেছে কাস্টমস অ‌্যান্ড ভ্যাট কমিশনারেটের অভিযানকারী দল।

বুধবার মিরসরাইয়ের হিঙ্গুলির এক গুদাম থেকে হাকিমপুরি ব্র্যান্ডের এসব জর্দা জব্দ করা হয়।

চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের ডিপুটি কমিশনার মোহাম্মদ এনামুল হক জর্দা জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে মিরসরাইয়ের হিঙ্গুলির আবছার ট্রেডার্স নামক এক গুদামে অভিযান পরিচালনা করা হয়।

এই সময় ওই গুদামে সম্পূরক শুল্ক ও মূসক ফাঁকি দিয়ে মজুদকৃত প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৫৮ কার্টুন হাকিমপুরী জর্দা জব্দ করা হয়। এরমধ্যে রয়েছে ৫০ গ্রামের ২১৬ কৌটার ১০০ কার্টুন এবং ২৭৬ কৌটার ১৫৮ কার্টুন জর্দা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়