ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাগেরহাটের উপকূল জুড়ে বুধবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টিতে অন্য দিনের থেকে বেশি শীত অনুভূত হয়েছে।

তবে খেটে খাওয়া মানুষ বৃষ্টি মাথায় নিয়ে কাজে বেরিয়েছেন। অনেককে ছাতা মাথায় দিয়ে রাস্তা চলতে দেখা গেছে। আবার যাদের খুব প্রয়োজন নেই, তারা বাড়িতে সময় কাটিয়েছেন।

স্থানীয় মোল্লা মাসুদুল হক বলেন, ফাল্গুন মাসে বৃষ্টি একটু অন্যরকম। ফাল্গুন মাসে সাধারণত রোদ এবং কিছুটা গরম থাকে। এবার সেখানে বৃষ্টিতে শীত কিছুটা বেড়েছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, ফাল্গুন মাসের বৃষ্টি ধান, আমের মুকুলসহ সবজির ফলনে ইতিবাচক ভূমিকা রাখে। তবে সবজির ক্ষেতে যদি আগাম বীজতলা থাকে, তবে কিছুটা ক্ষতির আশঙ্কা থাকে।


টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়