ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা কার্যক্রম উদ্ধোধন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা কার্যক্রম উদ্ধোধন

ব্রাহ্মণবাড়িয়ায় নব-প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 'ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া'র শিক্ষা কার্যক্রম উদ্ধোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের দাতিয়ারা বাইপাস রোডে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, শিল্প সংস্কৃতির রাজধানী হিসেবে স্বীকৃত ব্রাহ্মণবাড়িয়া। রাজধানীর বাইরে কেউ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় না। কিন্তু স্থানীয় সাংসদ মোকতাদির চৌধুরী এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, শুধুমাত্র  শ্রেণিকক্ষের পড়াশেনা দিয়ে কর্মমূখী  হওয়া সম্ভব না। বিভিন্ন প্রশিক্ষণ  যেমন কোরিয়ান ভাষা, ইংরেজী ভাষা শিখাসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিতে  হবে। বহুমাত্রিক প্রশিক্ষণ ও বহুমাত্রিক দক্ষতা নিয়ে আপনার-আমার সন্তান শিক্ষিত হলে আগামী দিনে বাংলাদেশ উন্নত হবে।

আগামী ১০ বছরের মধ্যে ৯ বিঘা জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীদেরকে শতকরা ১০ভাগ থেকে ৭০ভাগ পর্যন্ত বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী মার্চ মাস পর্যন্ত প্রথম সেমিস্টারে ভর্তি চলবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থানীয় সাংসদ র আ ম.উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরগনর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপচার্য (প্রস্তাবিত) অধ্যাপক আনোয়ার হোসেন, সাংসদ সৈয়দা রুবিনা আক্তার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন প্রমুখ।


ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়