ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

পাবনায় কাভার্ডভ্যান ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

নিহতরা হলেন-আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারি পরিচালক দুলাল মিয়া জানান, একটি মিনি ট্রাকে করে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পাবনার হাজিরহাটে যাচ্ছিলেন। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় আহত চার জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবু হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজন হলেন- শরীফ হোসেন (৩০), আব্দুল লতিফ (৪০) ও নাজির হোসেন (৩০)। প্রথমে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় শরীফ ও লতিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শাহীন রহমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়