ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে মুসলমানের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে মুসলমানের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ শহরে ওলামা পরিষদের উদ্যোগে ভারতের দিল্লিতে মুসলমানদের নির্যাতন, হত্যা ও আগুন দেয়ায় প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে শহরের ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। বিভিন্ন এলাকার মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন, ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মাওলানা জান্নাতুল ফেরদাউসসহ অনেকে।

বক্তারা বলেন, দিল্লিতে মুসলমানদের উপর নির্যাতন, হত্যা ও মসজিদে আগুন দেয়া বন্ধ করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে আসতে না দেয়ার জন্য প্রধানমন্ত্রী কাছে অনুরোধ করেন তারা।


রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়