ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপির মিছিলে পুলিশের বাধা দেবার অভিযোগ

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির মিছিলে পুলিশের বাধা দেবার অভিযোগ

জয়পুরহাটে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে দলটির নেতা-কর্মীরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল হবার কথা ছিল।

বক্তারা অভিযোগ করেন, সরকারের ইশারায় বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ বাতিল করে কারারুদ্ধ করে রাখা হয়েছে। দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন, হয়রানি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় সরকার। এমন করা হলে অবস্থা আরো ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ নাফিজুর রহমান পলাশ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপনসহ আরো অনেকে।

 

শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়