ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নবগঙ্গা নদীর উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনে

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নবগঙ্গা নদীর উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনে

ঝিনাইদহের নবগঙ্গা নদী দখল উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের মত শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

বুধবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে শহরের চাকলা পাড়া ও ক্যাসেল ব্রিজ সংলগ্ন স্থান থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয় বলে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়সাল আহমেদ।

উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, স্কিবেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, দীর্ঘদিন ধরে জেলা শহরের নবগঙ্গা নদী তীর দখল করে গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। সরকারের নির্দেশনা মোতাবেক নদী দখল মুক্ত করার জন্য ৭৩ প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

অভিযানকালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

রাজিব/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়