ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাবার পাশেই চিরনিদ্রায় কাউসার

নরসিংদী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবার পাশেই চিরনিদ্রায় কাউসার

মৃত্যুর একমাস পর দেশেই দাফন হলো সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কাউসার মিয়ার (২২) মৃতদেহ।

নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কাচিকাটা গ্রামে পারিবারিক কবরস্থানে মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়।

কাউসার উত্তর কাচিকাটা গ্রামের মৃত কাজল মিয়ার একমাত্র ছেলে। কাউসারের মরদেহ নিজ বাড়িতে একমাস পরে আসলেও হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় আত্মীয়-স্বজনরা শোকে ভেঙ্গে পড়েন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। 

নিহতের স্বজনরা জানান, ২০১৮ সালে সংসারের হাল ধরতে কাউসার সৌদি আরবে যান। সেখানের ইয়ামামা কোম্পানিতে পরিছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। গত ২৯ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় কাজে যোগ দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রবাসী বাংলাদেশি নিহত হন। কাউসার ছিলেন তাদেরই একজন।

প্রায় পনের বছর আগে কাউসারের পিতা কাজল মিয়াও সৌদি আরবে গিয়ে একইভাবে সড়ক দুর্ঘটনায় মারা যান। কাউসারের মা রাবেয়া বেগম মাত্র ছয়মাস বয়সে তাকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরে কাউসার তাঁর দাদীর লালন-পালনে বড় হন।

কাউসার বয়স যখন সাত তখন জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। এখন বাবার মতো সন্তান সৌদি আরবের সড়কে প্রাণ হারালেন। পারিবারিক কবরস্থানে তার পিতার কবরের পাশেই কাউসারকে লাশ দাফন করা হয়েছে।



হানিফ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়