ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

চসিক নির্বাচন পেছানোসহ চার দাবিতে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চসিক নির্বাচন পেছানোসহ চার দাবিতে বিএনপির চিঠি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন পেছানোসহ চার দফা দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

বুধবার (৪ মার্চ) চসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে এ চিঠি দেন।

ডা. শাহাদাত হোসেন রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন এক দিন পিছিয়ে ৩১ মার্চ করাসহ চার দাবিতে চিঠি দেয়া হয়েছে। অন্য দাবিগুলো হলো— ইভিএমের প্রতিটি বুথে ইউনিফর্ম পরিহিত সেনা কর্মকর্তা নিয়োগ, যাতে আনাকাঙ্ক্ষিত লোক অন্যের ভোট দিতে না পারে। প্রিজাইডিং অফিসারের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট দেওয়ার এখতিয়ার ১ শতাংশে আনতে হবে। কারণ, সিটি নির্বাচনে প্রায় ২০ লাখ ভোটের মধ্যে ৫ শতাংশ ভোট যদি প্রিজাইডিং অফিসারের আওতায় থাকে তাহলে ১ লাখ ভোট হয়, যা নির্বাচনে জয়- পরাজয় নির্ধারণ করে। এনআইডি কার্ড ছাড়া কেউ যাতে ভোট সেন্টারে প্রবেশ করতে না পারে এবং ৪০০ গজের মধ্যে কোনো বহিরাগত যাতে জড়ো হতে না পারে।


চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়