ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ : ৭০ জনকে আসামি করে মামলা

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ : ৭০ জনকে আসামি করে মামলা

খাগড়াছড়িতে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে হতাহতের ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মাটিরাঙ্গা থানায় পলাশপুর ৪০ বিজিবির পূর্ব খেদাছড়া চেকপোস্টের হাবিলদার ইছহাক আলী বাদী হয়ে এ মামলা করেন। সরকারি কাজে বাধা ও বিজিবির অস্ত্র ছিনিয়ে নিয়ে মানুষ হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন ভূইয়া জানিয়েছেন, পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

গত মঙ্গলবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গাজীনগরে গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে বিজিবির এক সদস‌্য এবং চার গ্রামবাসী নিহত হন। এ ঘটনায় নিহত চার ব্যক্তিসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫১ জনকে আসামি করে মামলা করেছে বিজিবি।


খাগড়াছড়ি/বাসু/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়