ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে বই পড়ে ৫ সহস্রাধিক শিক্ষার্থীর পুরস্কার লাভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে বই পড়ে ৫ সহস্রাধিক শিক্ষার্থীর পুরস্কার লাভ

বইপড়া কর্মসূচির আওতায় বই পড়ে ৫ হাজার ১২৫ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত চট্টগ্রাম নগরীর ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করেন।

শুক্রবার নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী নকী, কথাসাহিত্যিক ও গবেষক খন্দকার স্বনন শাহরিয়ার প্রমুখ।

প্রথম পর্বে ৪৬টি স্কুলের ২ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী ও দ্বিতীয় পর্বে ৪৭টি স্কুলের ২ হাজার ৬৪২ জন শিক্ষার্থী পুরস্কার পায়। এর মধ্যে স্বাগত পুরস্কার পেয়েছে ২ হাজার ৫০২ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ১ হাজার ৫১৩ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৮৮১ জন এবং সেরা পাঠক পুরস্কার পেয়েছে ২২৯ জন।


চট্টগ্রাম/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়