ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মোদির আগমন নিয়ে কেউ অরাজকতা করলে ব‌্যবস্থা’

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মোদির আগমন নিয়ে কেউ অরাজকতা করলে ব‌্যবস্থা’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কেউ অরাজক পরিস্থিতির সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৮ মার্চ) দুপুরে নওগাঁর ধামইরহাটে মাদক ব‌্যবসায়ীদের আত্মসমর্পণ ও নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করা হবে। এ সময় কেউ যাতে অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। 

সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার প্রায়ই কথা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫৬ জন চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের শপথবাক্য পাঠ করানো হয়।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শহীদুজ্জামান সরকার এমপি, ইসরফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আকতার, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


নওগাঁ/সাজু/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়