ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে’

‘এখনকার ছাত্ররাই আগামী দিনের কর্ণধার। তাদের যোগ্য নেতৃত্বে দেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। তাই দুর্নীতিমুক্ত ও সমতাভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে।’

রোববার (৮ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর বরেন্দ্র কলেজে নবীণবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্বায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা।

রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে উন্নত শিক্ষাব্যবস্থা প্রয়োজন। শিক্ষাব্যবস্থার যত বেশি উন্নয়ন করা যাবে তত বেশি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। শিক্ষা ও মেধার অগ্রগতি না হলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হবে না।

কলেজের অধ্যক্ষ আলমগীর আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক নূরল আলম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, কলেজ গভর্নিং বডির সদস্য মোরশেদ মনজুর হাসান, নবীণবরণ উদযাপন কমিটির আহ্বায়ক জিয়াউন নাহারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা বিভাগের শিক্ষক মামুন উর রশিদ।

 

রাজশাহী/তানজিমুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়