ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতীক পেলেন চসিক নির্বাচনের ৬ মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতীক পেলেন চসিক নির্বাচনের ৬ মেয়র প্রার্থী

আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ছয় মেয়র প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সোমবার (৯ মার্চ) চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করেন।

বরাদ্দ অনুযায়ী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ধানের শীষ প্রতীক। এছাড়া অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এম এ মতিন পেয়েছেন মোমবাতি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবুল মনজুর পেয়েছেন আম প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।

মেয়র প্রার্থী ছাড়াও আজ সারাদিনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলমান রয়েছে। প্রতীক বরাদ্দ শেষে আগামীকাল মঙ্গলবার থেকে চসিক নির্বাচনে প্রচারণা কার্যক্রম শুরু করতে পারবেন প্রার্থীরা।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়