ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধানখেতে বিষ ছিটিয়ে দেড় শতাধিক হাঁস নিধন

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধানখেতে বিষ ছিটিয়ে দেড় শতাধিক হাঁস নিধন

নওগাঁর ধামইরহাট উপজেলায় ধানের খেতে বিষ ছিটিয়ে দেড় শতাধিক হাঁস মেরে ফেলা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে নেউটা গ্রামের পিড়লডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।

ধামইরহাট উপজেলায় বিস্তীর্ণ এলাকায় চাষ করা হচ্ছে বোরো ধান। এসব ধানখেতে সব সময় সেচ দেওয়া হয়। জলাবদ্ধ এসব জমিতে শামুক, ছোট ব‌্যাঙসহ বিভিন্ন খাবার খেয়ে থাকে হাঁস।

নেউটা গ্রামের হাঁসের খামারি আব্দুল আজিজ (৫৬) প্রতিদিনের মতো সোমবারও মাঠে হাঁস চরাচ্ছিলেন। একই গ্রামের কৃষক ও কীটনাশকের ডিলার এমরান আলী দুপুর দেড়টার দিকে তার জমিতে হাঁস থাকা অবস্থায় কাজের লোককে দিয়ে বিষ ছিটান। এতে ওই ধানখেতে থাকা ২০০ হাঁসের মধ্যে ১৭১টি ঘটনাস্থলেই মারা যায়।

আব্দুল আজিজ রাইজিংবিডিকে বলেন, হাঁস পালন করে সংসার চালাতাম। এতগুলো হাঁস একসাথে মেরে ফেলায় আমার প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

অভিযুক্ত এমরান আলী বলেন, ‘আব্দুল আজিজ আমার জমিতে হাঁস চড়াতে আসলেন কেন?’

উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় বলেন, জমিতে বিষ ছিটিয়ে হাঁস মেরে ফেলা উচিত নয়। আমি পুলিশকে বিষয়টি অবহিত করেছি। তারা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।


ধামইরহাট/অরিন্দম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়