ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অধিক মূল্যে মাস্ক বিক্রি: টাঙ্গাইলে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অধিক মূল্যে মাস্ক বিক্রি: টাঙ্গাইলে ৪ ব্যবসায়ীকে জরিমানা

সাধারণ ক্রেতাদের জিম্মি করে মাস্কের মূল্য বেশি রাখায় টাঙ্গাইল চার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মাকের্টে এ অভিযান পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) উপমা ফারিসা।

অভিযানে মসজিদ রোডের ব্যবসায়ী শহিদুর রহমানকে পাঁচ হাজার টাকা ও তপনকে চার হাজার টাকা, ক্যাপসুল মাকের্টের ব্যবসায়ী রুবেলকে পাচঁ হাজার টাকা এবং গনেশকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা বলেন, বর্তমানে সারা বিশ্বসহ বাংলাদেশে করোনা ভাইরাস আতঙ্কের কারণে টাঙ্গাইল শহরের কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম বাড়িয়ে দেয়। পরে ক্রেতা সেজে মাস্কের দোকানে গেলে দেখা যায় ২০ থেকে ২৫ টাকার একটি মাস্ক ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। মাস্কের দাম নিয়ন্ত্রনে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।


শাহরিয়ার সিফাত/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়