ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

তবে বন্দরে দেশি ট্রাক লোড-আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানির সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার শ্যানাল রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে দোলযাত্রা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বুধবার সকাল থেকে যথা নিয়মে বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ সেকেন্দার আলী রাইজিংবিডিকে জানান, দোলযাত্রা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশনের চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

 

মোসলেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়