ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫০, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দোলযাত্রা উপলক্ষে এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল থেকে যথা নিয়মে স্থলবন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিঙ্কের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার শ্যানাল।

তিনি জানান, ভারতে দোলযাত্রা উপলক্ষে মঙ্গলবার  দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। এক দিন বন্ধের পর বুধবার সকাল থেকে আবারো বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বন্দরে ভারতীয় মালবাহী ট্রাকগুলো আনলোড করা হচ্ছে। এরপর দেশি ট্রাক লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ সেকেন্দার আলী রাইজিংবিডিকে জানান, মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল। আজকেও স্বাভাবিক রয়েছে।

 

মোসলেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়