ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘করোনা প্রতিরোধে সচেতনতা-সতর্কতার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনা প্রতিরোধে সচেতনতা-সতর্কতার বিকল্প নেই’

‘করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ বাংলাদেশ মেডিক‌্যাল এসোসিয়েশন (বিএমএ) কনফারেন্স হলে নার্কেস মেডি স্পা অ‌্যান্ড কসমেটিক সেন্টারের আয়োজনে ‘করোনা ভাইরাস বিষয়ে সামাজিক সচেতনতামূলক কনফারেন্সে’ বক্তরা এই মন্তব্য করেন।

কনফারেন্সের আয়োজক নার্কেস মেডিস্পা অ‌্যান্ড কসমেটিক সেন্টারের চেয়ারম্যান শবনম রহমান শোয়েরের সভাপতিত্বে কনফারেন্সে বক্তারা বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত বা ভয় না পেয়ে এই রোগের ব্যাপারে সবাইকে সচেতন এবং সতর্ক হতে হবে। যেহেতু এই রোগের কোন প্রতিষেধক আবিস্কৃত হয়নি তাই যাতে এই রোগ কোনভাবেই নিজের দেহে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে আমাদের সকলকে।’

কনফারেন্সে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ‘যেহেতু বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন তাই আমাদের এখন আরো বেশি সতর্ক হতে হবে। জ্বর, সর্দি, কাঁশি এই রোগের প্রধান উপসর্গ আর হাঁচি কাঁশির মাধ্যমে, পরস্পর স্পর্শে এই রোগ সহজে ছড়ায়, তাই এই ক্ষেত্রে আমাদের সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে।’

ঢাকা ও চট্টগ্রামে করোনা ভাইরাসে নিয়ন্ত্রণ কক্ষ এবং হটলাইন নম্বর চালু করা হয়েছে উল্লেখ করে চিকিৎসকরা বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই, এটি একটি মারাত্মক সংক্রামক রোগ হলেও এই রোগে মৃত্যু ঝুঁকি মাত্র ২ থেকে তিন শতাংশ। ৯৭ শতাংশ রোগীই সুস্থ হয়ে যায়।’

কনফরেন্সের আয়োজক নার্কেস মেডি স্পা অ‌্যান্ড কসমেটিক সেন্টারের চেয়ারম্যান শবনম রহমান শোয়েব জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষকে সচেতন করতেই চট্টগ্রামে প্রথম করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। নার্কেস মেডিস্পা চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক স্কিন কেয়ার সেন্টার হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিএমএর সভাপতি ডা. মুজিবুল হক খান, বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, লায়ন্স ক্লাব চট্টগ্রামের ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন কামরুন মালেক।

কনফারেন্সে কী নোট স্পিকার ছিলেন নার্কেস মেডিস্পর কনসালটেন্ট ডা. তাজরিন আলম মিথিলা। প্যানেল স্পিকার হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান, চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. জিল্লুর রহমান, চট্টগ্রাম মেডি‌ক‌্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুজাত পাল, চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজের পেডিয়েট্রিক ও নেপ্রলজি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. সনত কুমার বড়ুয়া এবং ক্লিনিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মামুনুর রশিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্কেস মেডিস্পার চেয়ারম্যান শবনম রহমান শোয়েব।


 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়