ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝিনাইদহে কাউন্টার টেরোরিজম ইউনিটের সেমিনার

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহে কাউন্টার টেরোরিজম ইউনিটের সেমিনার

ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের আয়োজনে বুধবার (১১ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, কাউন্টার টেরোরিজম ইউনিটের অফিসারসহ জেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

সেমিনারে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের করণীয় বিষয়ে দিক-নির্দেশনা দেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

 

রাজিব/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ