ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ: তদন্ত প্রতিবেদন জমা

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ: তদন্ত প্রতিবেদন জমা

খাগড়াছড়ির মাটিরাঙায় গত ৩ মার্চ গ্রামবাসীর সঙ্গে সামীন্তরক্ষা বাহিনী বিজিবির সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত কমিটি বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়েছে বলে দাবি করেছেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার রেজাউল করিম। এর বেশি প্রতিবেদনের বিষয়ে কিছু জানাতে অপাগতা প্রকাশ করেন তিনি।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান ও সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন।

গত ৩ মার্চ মাটিরাঙার গাজীনগরে গাছ কাটা কেন্দ্র করে বিজিবির সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় বিজিবি ও নিহতদের পরিবার পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা করা হয়েছে।


এস বাসু দাশ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়