ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘উপনির্বাচনে অনিয়ম করলে ছাড় নয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘উপনির্বাচনে অনিয়ম করলে ছাড় নয়’

যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে অনিয়ম হবে না বলে আশস্ত করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘‘অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। সেজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।’’

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সার্কিট হাউজে উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, পুলিশ, প্রশাসন, বিডিআর, র‌্যাবসহ নির্বাচন সংশ্লিষ্টদের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন কঠোর থাকবে। সবার ক্ষেত্রে সমান সুযোগ থাকবে। নির্বাচনী অঞ্চলে দ্বিগুণ টহল দেওয়া হবে।

তিনি জানান, ভোটের আগের দিন থেকে নির্বাচনী অঞ্চলের চারপাশে চেকপোস্ট থাকবে। বাইরের কাউকে নির্বাচনী অঞ্চলের মধ্যে ঢুকতে দেওয়া হবে না।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আশরাফ হোসেন, বিজিবির ৪৯ ব্যাটালিয়নের কমান্ডার সেলিম রেজা, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার, ধানের শীর্ষের প্রার্থী আবুল হোসেন আজাদ ও লাঙ্গলের প্রার্থী হাবিবুর রহমান।


যশোর/রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়