ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আ.লীগ অফিসে হামলা: বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগ অফিসে হামলা: বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের হাটকরমজা ইউনিয়ন কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম লিটুসহ ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন মাস্টার বাদী হয়ে এ মামলা করেন।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ বিএনপির নেতা-কর্মীরা পথসভা ও গণসংযোগ শেষে মোটরসাইকেল ও মাইক্রোবাস করে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনের দিকে যাচ্ছিলেন। তারা আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয় লক্ষ‌্য করে ককটেল নিক্ষেপ করে। সেখানে দলের নেতা-কর্মীরা টিভি দেখছিলেন। ককটেল বিস্ফোরণের পর বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে অফিস ত্যাগ করার চেষ্টা করেন। তখন বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মী আহত হন।


বগুড়া/আখতারুজ্জামান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়