ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ভোলার দৌলতখান উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে এবং রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মনসুর হেলাল ওরফে সফু মাস্টার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা ও ওই এলাকার আহম্মেদের হাট আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতখান থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আজ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাজীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মনসুর হেলাল নিজের ফেসবুক আইডিতে উস্কানিমূলক চারটি পোস্ট দেন। এ কারণে দৌলতখান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, শনি কিংবা রোববার তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে আদালতে।


বরিশাল/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়