ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হিলি চেকপোস্ট দিয়ে ভারত আসা-যাওয়াতে নিষেধাজ্ঞা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি চেকপোস্ট দিয়ে ভারত আসা-যাওয়াতে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস প্রকোপের কারণে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে আসা-যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

শনিবার (১৪ মার্চ) সকাল থেকে পাসপোটধার্রী যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম।

রাজস্ব কর্মকর্তা জানান, ভারত সরকার আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভিসা স্থগিত করার পর এই নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে পাসপোর্ট-ভিসা নিয়ে নতুন করে কোনো যাত্রী বাংলাদেশ ও ভারতে প্রবেশ পারবেন না। তবে এই দুই দেশে আগে থেকে অবস্থান করা যাত্রীরা নিজ দেশে ফিরতে পারবেন। স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী রাইজিংবিডিকে জানান, গত শুক্রবার সন্ধ্যায় ভারতের হিলি ইমিগ্রেশন থেকে ফোনে জানানো হয়েছে যে, শনিবার থেকে নতুন করে কোনো যাত্রী ভারতে যেন না আসে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। করোনাভাইরাসের প্রকোপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানান।

 

মোসলেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়