ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেচ না দেওয়ায় মামলা, অনাবাদি জমি পরিদর্শনে কমিশন

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেচ না দেওয়ায় মামলা, অনাবাদি জমি পরিদর্শনে কমিশন

হবিগঞ্জে সেচের অভাবে ৩ হাজার বিঘা জমি অনাবাদি থাকায় ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জমি ও বন্ধ থাকা সেচ প্রকল্প পরিদর্শন করেছে আদালত গঠিত কমিশন।

শনিবার (১৪ মার্চ) সকালে যুগ্ম জেলা জজ আদালত-১ এর নির্দেশ অনুযায়ী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সবুজ এসব জমি ও সেচ প্রকল্প পরিদর্শন করেন।

হবিগঞ্জ শহরের কাছে গোবিন্দপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী জয়নাল আবেদীন ছালেক দীর্ঘদিন ধরে সেচ প্রকল্প পরিচালনা করতেন। এ বছর প্রায় ১৩ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেননি তিনি। ফলে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ‌্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সেচের অভাবে এ মৌসুমে গুঁঙ্গিয়াজুরি হাওরের প্রায় ৩ হাজার বিঘা জমিতে বোরো ধান চাষ করতে পারেননি কৃষকরা। গত ২০ ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে জনৈক শাহ আলম বাদী হয়ে প্রবাসী জয়নাল আবেদীন ছালেক ও তার ভাই তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনু মিয়াসহ চারজনের বিরুদ্ধে পৌনে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত কমিশন গঠন করে সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিকে, বকেয়া বিল পরিশোধ না করায় জয়নাল আবেদীন ছালেকের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে আরেকটি মামলা করেছে পিডিবি।


হবিগঞ্জ/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়