ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওসির আচরণে মুগ্ধ ১২ হিজড়া

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওসির আচরণে মুগ্ধ ১২ হিজড়া

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সকল হিজড়াদের সাথে সচেতনতামূলক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন।

ইতোমধ্যে তিনি এই সভার কার্যক্রমও শুরু করে দিয়েছেন। শায়েস্তাগঞ্জ ওলিপুর শিল্প এলাকার হিজড়াদের নিয়ে শনিবার সন্ধ্যায় একটি সভা করেছেন। এই সভায় ১২ জন হিজড়া  উপস্থিত হয়েছিলেন। তারা ওসির এ উদ্যোগে খুবই খুশী। তারা ওসির কথা ও আচরণেও মুগ্ধ।

সভায় খোলামেলা আলাপে হিজড়ারা জানান, কেউ তাদের পাশে নেই। সমাজের মাঝে তারা অবহেলায় রয়েছে। জীবিকা নির্বাহে তাদের কর্মসংস্থান প্রয়োজন। তারা সঠিক কর্মসংস্থান পেলে পথে পথে আর ঘুরবেন না। কারো কাছে হাত পাতবেন না।

শায়েস্তাগঞ্জ থানা প্রাঙ্গণে ওসি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও এসআই শামীমা আক্তারের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আল মামুন, হিজড়াদের মধ্যে ভারতী, লাভলী, সুনিয়া, সুনালী, বিন্দিয়া ও  কাজলী।

ওসি মোজাম্মেল হোসেন জানান, হিজড়াদের কর্মসংস্থানের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন এবং হিজড়াদের কর্মস্থল তৈরি করে দেওয়ার ব্যবস্থা নিবেন।

তার এ আশ্বাসে উপস্থিত ১২ হিজড়া আনন্দিত হয়ে পুলিশের কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

থানা পুলিশ পর্যায়ক্রমে উপজেলার বাকি হিজড়াদের নিয়ে এ ধরণের সভা করবে বলে সভায় জানানো হয়।

এ সময় থানার অন্যান্য এসআই, এএসআই ও পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়