ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আবু সালেহ সোলাইমান শামীম (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবু সালেহ সোলাইমান শামীম ময়মনসিংহ সদর উপজেলার গোহাইলকান্দি খলিফাবাড়ি এলাকার আবু তালহার ছেলে।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানিয়েছেন, গত ১৫ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন আবু সালেহ সোলাইমান শামীম। ১৬ মার্চ বিকেলে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান সবুজ কোতোয়ালী মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আজ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


ময়মনসিংহ/মিলন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়