ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

কক্সবাজার সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজার সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস প্রতিরোধে কক্সবাজারে সকল প্রকার জনসমাগমের উপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পর সমুদ্র সৈকতে সমবেত পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বিকেল ৫টার দিকে পর্যটকদের স্ব স্ব হোটেলে ফেরত যেতে বলেন। সৈকত সংলগ্ন ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন সৈকত একেবারে খালি। সৈকতে পর্যটকদের না নামতে বলা হয়েছে।

এর আগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, কক্সবাজারে সকল প্রকার জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবর রহমান জানিয়েছেন, কক্সবাজার জেলায় কোথাও করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। শুধু তিনজন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পর্যটন জোনে সভাসমাবেশ নিষিদ্ধ
হোটলে-মোটেলসহ জেলায় জনসমাবেশ, বিনোদন অনুষ্ঠান পরিবেশনসহ সবধরনের জনসমাগমের আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন।

পাশাপাশি আগত পর্যটকদের দূরত্ব বজায় রেখে ভ্রমণের অনুরোধ করেন তিনি। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

আজ সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলীর ডলফিন মোড়ে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের ৪ নিদের্শনা
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষে চার নিদের্শনা দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসনের ফেসবুক পেইজে এমন নিদের্শনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো- সৈকত এলাকাসহ যেকোনো জনসমাগম এলাকা পরিহার করুন। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছে শিক্ষার্থীদের নিরাপদে ঘরে অবস্থানের জন্য, বাইরে বেড়ানো বা কোচিং করার জন্য নয়; সরকারের নির্দেশনা মেনে চলুন। কক্সবাজার সফরের পরিকল্পনা থাকলে তা পুনর্বিন্যাস করে ঝুঁকিমুক্ত সময় নির্ধারণ করুন। সকল স্বাস্থ্য সতর্কতা মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ থাকতে সহায়তা করুন।



সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়