ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাদক-জঙ্গি-শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক-জঙ্গি-শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় মাদক, জঙ্গি ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) মাজরাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, হালুয়াঘাট একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক ও জঙ্গি অন্যান্য এলাকার চেয়ে বেশি। তাই ভবিষ্যৎ প্রজন্মকে এর ছোবল থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।

ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়ার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, মাজরাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন প্রমূখ।

 

মিলন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়