ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোচিং চালু রাখার দায়ে ২ শিক্ষক আটক

মাদারীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোচিং চালু রাখার দায়ে ২ শিক্ষক আটক

করোনা ঝুঁকিতে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অপরাধে দুই শিক্ষককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় মাদারীপুরের শিবচরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক শিক্ষকরা হলেন— পৌরসভাধীন শিবচর বাজারের একটি কোচিং সেন্টার ও একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারের একটি কোচিং সেন্টারের দুই শিক্ষক।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, সম্প্রতি করোনা ঝুঁকি এড়াতে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে কিছু শিক্ষকরা এই নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের জমায়েত করে কোচিং সেন্টারে পড়াচ্ছেন। এ খবর শুনে ওই দুই শিক্ষককে আটক করা হয়।


বেলাল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়