ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোয়ারেন্টাইনে না থাকায় যুবকের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোয়ারেন্টাইনে না থাকায় যুবকের কারাদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সরকারি নির্দেশনা মোতাবেক হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে ঘুরাফেরা করায় মালয়েশিয়াফেরত এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার তাকে আট দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরো তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ওই যুবক ১২ মার্চ মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তাকে বার বার বলার পরও তিনি হোম কোয়ারেন্টাইনে না গিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করতে থাকেন।

স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে শাস্তি দেওয়া হয়।

তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।

 

মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়