ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘হাত ধুয়ে থানায় প্রবেশ করুন’

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হাত ধুয়ে থানায় প্রবেশ করুন’

কিশোরগঞ্জ সদর মডেল থানার প্রবেশদ্বারে বসানো হয়েছে বেসিন। সেখানে রাখা আছে হ্যান্ডওয়াশ। আর বেসিনের পাশেই ঝুলানো রয়েছে একটি ব্যানার। যেখানে নির্দেশনা দেয়া আছে, ‘হাত ধুয়ে থানায় প্রবেশ করুন’।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা থেকে থানায় প্রবেশের আগে পুলিশ সদস্যসহ সেবাপ্রার্থীদের বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ বাধ্যতামূলক করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

সতর্কতামূলক এমন পদক্ষেপ গ্রহণের পর থেকে সেবাপ্রার্থী ও পুলিশ সদস্যরা হ্যান্ডওয়াশ দিয়ে বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম।

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে হাত ধোয়াতে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে নিজে যেমন সুস্থ থাকা যায়, তেমনি অন্যকেও সুস্থ রাখা যায়। পাশাপাশি থানায় আগত সেবাপ্রার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

তাছাড়া, করোনা ভাইরাস প্রতিরোধেও এই অভ্যাসটি ব্যাপক ভূমিকা রাখে। থানায় সব মানুষের সেবা গ্রহণের সমান অধিকার রয়েছে। তারা যেন করোনা ভাইরাসের মতো সংক্রামক ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখার পাশাপাশি অন্যের জন্যও নিরাপদ থাকতে পারেন, এ উদ্দেশ্য থেকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

 

রুমন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়