ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাল‌্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল‌্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

দুবাই ফেরত উজ্জল নামের এক যুবকের সঙ্গে স্কুলছাত্রীর বাল‌্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার খাটরা গ্রামে ওই মেয়ের বাবা শাহীনুর মিয়াকে এই জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার।

দুবাই ফেরত উজ্জল কালিহাতী উপজেলার বাসিন্দা। অন‌্যদিকে, কনে শিমু আক্তার (১৪) ৮ম শ্রেণির ছাত্রী।

আশরাফুন নাহার জানান, হোম কোয়ারেন্টাইন না মেনে দুবাই ফেরত এক যুবকের সঙ্গে বিয়ের আয়োজন করেছিলেন শাহীনুর মিয়া।

ঘটনার দিন বর ও তার স্বজনরা কনে তুলতে কনের বাড়িতে যাওয়ার জন্য বের হন। কিন্তু বর পক্ষ কনের বাড়ি পৌঁছানোর আগেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিয়ে বাড়িতে হাজির হয়ে কনের বাবাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কার্যালয়ে নিয়ে যান। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আশরাফুন নাহার বলেন, ‘বাল্য বিবাহ দেয়ার অভিযোগে কনের বাবাকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না, সে বিষয়েও মুচলেকা নেয়া হয়েছে।’

 

টাঙ্গাইল/সিফাত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়