ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বাড়ি চিহ্নিত করছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁপাইনবাবগঞ্জে বাড়ি চিহ্নিত করছে পুলিশ

করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সরকারি নির্দেশন অনুসরণ করাতে চাঁপাইনবাবগঞ্জে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিদেশফেরত প্রবাসীদের বাড়িতে বাড়িতে হোম কোরেন্টাইন লিখে চিহ্নিত করা শুরু করেছে মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ শনিবার (২১ মার্চ) থেকে এ উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, জেলাতে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৭৩ জন। তাদের মধ্যে রোববার (২২ মার্চ) ১৭ জনের হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হবে। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার ভারত ফেরত ৪ বাংলাদেশি হোম কোয়ারেন্টাইনে না থাকায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেন।

 

জাহিদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়