ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গাজীপুর হাসপাতালের এক চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুর হাসপাতালের এক চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

রোববার (২২ মার্চ) ওই চিকিৎসকের স্যাম্পল নেবার কথা রয়েছে আইসিডিআর-এর।

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান। 

ওই চিকিৎসক হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের কর্মরত আছেন।

হাসপাতাল পরিচালক ডা. খলিলুর রহমান জানান, ওই চিকিৎসক ঠাণ্ডা কাশিতে ভুগছেন। তিনি নিজেই হোম কোয়ারেন্টাইনে থাকার কথা জানিয়ে হাসপাতালে আসবেন না বলে জানিয়েছেন। তার মনে সন্দেহ থাকায় বিষয়টি আইসিডিআরকে জানানো হয়েছে। তারা সম্ভবত রোববার স্যাম্পল নিবেন। পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি বুঝা যাবে।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়