ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাভারে দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

করোনা আতঙ্কে সাভারের হেমায়েতপুরে দীপ্ত এ্যাপারেলস ও ডার্ড গার্মেন্টস লি. নামে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কতৃপক্ষ।

একই গ্রুপের কারখানা দু'টিতে কাজ করেন প্রায় ৮ হাজার পোশাক শ্রমিক। রোববারই (২২ মার্চ) এই কারখানা দুটিতে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়, দেশে করোনাভাইরাস (কেভিড-১৯) এর প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আগামীকাল (২৩ মার্চ) সোমবার থেকে পরর্বর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। উক্ত বন্ধের সময় সকলকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলার জন্য বলা হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাসের উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সকলকে জানানো হবে।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে সাভারের হেমায়েতপুর এলাকার দীপ্ত এ্যাপারেলস ও ডার্ড গার্মেন্টস নামে দুইটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। তবে শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যাপারে পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ।

এছাড়া বন্ধকালীন সময়ে সকল শ্রমিককে চলিত মাসের বেতন পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন বলেও জানান তিনি।


সাব্বির/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়