ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফল নিয়ে কোয়ারেন্টাইন হোমে পুলিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফল নিয়ে কোয়ারেন্টাইন হোমে পুলিশ

চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের উজ্জীবিত রাখতে তাদের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উপহার সামগ্রীর মধ‌্যে আছে ফুল ও ভিটামিন সি সমৃদ্ধ ফল।

সোমবার (২৩ মার্চ) সিএমপির কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে পুলিশ সদস‌্যরা ভিটামিন সি সমৃদ্ধ ফল নিয়ে বিভিন্ন কোয়ারেন্টাইন হোমে যান।

মো. মাহাবুবর রহমান রাইজিংবিডিকে বলেছেন, যেসব বিদেশফেরত ব‌্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখতে ও তারা কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলছেন কি না, তা পর্যবেক্ষণে এ উদ‌্যোগ নেওয়া হয়েছে।

সিএমপির উপ-কমিশনার (আইসিটি) আবু বকর সিদ্দিক বলেছেন, সাধারণ নাগরিকদের সচেতন করার লক্ষ্যে ও কোয়ারেন্টাইন বিধি মানতে উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ৮০টি কোয়ারেন্টাইন হোমে ফল বিতরণ করা হয়েছে।


ঢাকা/রেজাউল/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়