ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মৌলভীবাজারে হোম-কোয়ারেন্টাইনে ৪৮৬ জন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৌলভীবাজারে হোম-কোয়ারেন্টাইনে ৪৮৬ জন

মৌলভীবাজারে বেড়েছে হোম কোয়ারেন্টাইন (স্বেচ্ছাবন্দি) নির্দেশনায় থাকা মানুষের সংখ্যা।

সোমবার (২৩ মার্চ) রাত পর্যন্ত কোয়ারেন্টাইন নির্দেশনায় পেয়েছেন ৪৮৬ জন। এদের অধিকাংশই ইউরোপ ও মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসী। আছেন প্রবাসীদের সংস্পর্শে আসা পরিবার ও কাছের লোকজন। তবে এখনও নেই আক্রান্ত।

এছাড়া ১৪দিন পরও কোভিড-১৯ এর লক্ষণ দেখা না দেওয়ায় ৫৬ জনকে স্বেচ্ছাবন্দি থাকার নির্দেশনা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকশানা ওয়াহিদ রাহি জানান- শুধুমাত্র সোমবার (২২ মার্চ) নতুন করে ২৪ ঘন্টায় ৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন- যেহেতু এখনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। একমাত্র সচেতনতাই পারে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে জেলায় বিভিন্ন হাসপাতালে ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে।


সাইফুল্লাহ হাসান/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়