ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানিসহ যাত্রী পারাপার বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৪, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানিসহ যাত্রী পারাপার বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

সোমবার (২৩ মার্চ) বিকেল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতে রপ্তানিকৃত অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সস্পাদক আব্দুর রহমান লিটন।

আব্দুর রহমান লিটন জানান, ভারতজুড়ে জরুরি অবস্থা থাকায় হিলি স্থলবন্দর সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় গত বৃহস্পতিবার জনতা জরুরি অবস্থা ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পযর্ন্ত ১৪ ঘণ্টা ধরে চলে জনতা কারফিউ।

সোমবার সকাল থেকে আমদানি আমদানি রপ্তানি হলেও বিকেল থেকে আবার লকডাউন জারি করেছে ভারত সরকার। ফলে সোমবার বিকেল ৫টা থেকেই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। ভারতজুড়ে লকডাউন চলার কারণে হিলি স্থলবন্দর পথে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ওপারের সিঅ‌্যান্ডএফ এজেন্টরা।

এদিকে, করোনাভাইরাসের সতর্কতা হিসেবে ভারত-বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুদেশের সরকার।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, দু দেশের নতুন পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকলেও ইতোমধ্যে যারা ভারত ভ্রমণ করছেন তাদের ফেরত দিবেন। কিন্তু, তারা নিজ দেশে সোমবার দুপুর থেকে তাদের লোককে ফিরে যেতে বা আসতে দিবেন না।


মোসলেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়