ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাত-মুখ ধুয়ে ঢুকতে হবে শেবাচিম হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাত-মুখ ধুয়ে ঢুকতে হবে শেবাচিম হাসপাতালে

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ‌্যালয় (শেবাচিম) হাসপাতালে ঢোকার আগে সাবান দিয়ে হাত-মুখ ধোয়ার নির্দেশ জারি করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাতে এ নির্দেশ দেন ওই হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

ইতোমধ‌্যে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আটটি বেসিন স্থাপন ও সাবান সরবরাহ করা হয়েছে। হাসপাতালে আসা সব ব‌্যক্তির হাত-মুখ ধোয়া নিশ্চিত করছেন নিরাপত্তাকর্মীরা।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বরিশাল নগরবাসী। সামাজিক যোগাযোগ মাধ‌্যমেও এর প্রশংসা করছেন অনেকে।

ডা. মো. বাকির হোসেন বলেছেন, করোনা প্রতিরোধ ছাড়াও মানুষের সুস্থ থাকার জন্য সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া জরুরি। শুধু হাসপাতালে ঢোকার আগে নয়, নিজবাড়িতেও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করলে সফলতা আসবে।


বরিশাল/স্বপন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়