ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বান্দরবানের তিন উপজেলা লকডাউন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানের তিন উপজেলা লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ তথ‌্য জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন।

তিনি বলেছেন, বান্দরবানের পার্শ্ববর্তী জেলা কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় বান্দরবানের তিন উপজেলা লকডাউন করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুর থেকে বান্দরবানে টহলের পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিং করে লোকজনকে সচেতন করছেন সেনা সদস্যরা। দোকান, হোটেল, শপিং মল বন্ধ করে দিচ্ছেন তারা।

মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে ৩০০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মাঝে বিতরণ করা হয়েছে স‌্যানিটাইজার, গ্লাভস, জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জাম।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা বান্দরবানের সাত উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি জনবহুল স্পটে জীবানুনাশক স্প্রে করবেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত বান্দরবানে ৫০ জন কোয়ারেন্টাইনে আছেন।

 

বান্দরবান/বাসু/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়