ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

ঘরে থাকার নির্দেশনা দিয়ে সরকারি-বেসরকারি সব অফিস-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর পরই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ফলে ঈদ আর পূজোর দীর্ঘ ছুটি মতোই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরের থাকার জন্য ছুটি ঘোষণা করা হলেও সেটাকে বাড়ি ফেরার উৎসব করছেন উত্তরের পথে এই যাত্রীরা।

করোনা আতঙ্কে গত কদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দেখা পাওয়া দুষ্কর হয়ে গেলেও, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে এ মহাসড়কে ফিরে এসেছে চিরচেনা চিত্র। যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক-পিকআপের ছাদে করেও যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে। আবার অনেককে যানবাহনের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।

এছাড়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। ফলে সড়ক পথই যোগ দিয়েছেন ট্রেনের যাত্রীরা।

অন্যদিকে মহাসড়কের এলেঙ্গা অংশে সংস্কার কাজ চলমান থাকায় উত্তবঙ্গগামী লেনে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও যাত্রীরা। ফলে আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হচ্ছে খণ্ড খণ্ড যানজটের।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, গত কদিন মহাসড়কে যাত্রীবাহী গণপরিবহন কম থাকলেও সরকারি ছুটি ঘোষণার কারণে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার কিছু বাস বন্ধ থাকায় ট্রাকে করেও মানুষ যাতায়াত করছেন।


টাঙ্গাইল/এসএম/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়