ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

শেখ মোহাম্মদ রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে ফেরি, লঞ্চ, সি-বোটসহ সবধরণের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ মার্চ ) রাত সাড়ে ৮টায় এই অবস্থায় এই রিপোর্ট লেখার সময় শিমুলিয়া ফেরিঘাট এলাকায় হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. হেলালউদ্দিন জানান, পূর্ব ঘোষণা ছাড়া বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিত্র মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ফেরি, লঞ্চ, সিবোটসহ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয়। দুপুর সাড়ে ১২ টার দিকে অ্যাম্বুলেন্সসহ জরুরি কিছু যানবাহন পারাপার করলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়।

শিমুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সিরাজুল কবীর জানান, শিমুলিয়া প্রান্তে অন্তত ৫০ হাজারের বেশি যাত্রী পারাপারের জন্যে অপেক্ষা করছেন। দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ ঢাকায় ফিরে যাচ্ছেন।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম ও বিআইডব্লিউটিএ’র ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


শেখ মোহাম্মদ রতন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়