ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাজেকে হামে আক্রান্তদের পাশে সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাজেকে হামে আক্রান্তদের পাশে সেনাবাহিনী

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ গ্রামের হামে আক্রান্তদের চিকিৎসাসেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি

রিজিয়নের উদ্যোগে বর্তমান সময়ে কঠিন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও

দুর্গত এলাকায় কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে ৫০

হাজার টাকা মূল্যের পুষ্টিকর খাবার শিয়ালদহ এলাকায় পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের টিমের পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টার সহায়তা ও সেনাবাহিনীর একটি চিকিৎসক দল দুর্গত লন্থিয়ান পাড়ায় চিকিৎসা সেবা দিচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসে গত ১৬ মার্চ থেকে সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় হামের

প্রাদুর্ভাব দেখা দেয়। এতে আট শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ। এছাড়া, আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরও শতাধিক।

 

বাসু/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়