ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় সচেতনতামূলক প্রচারণা সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় সচেতনতামূলক প্রচারণা সেনাবাহিনীর

খুলনা মহানগরীসহ জেলার সবকয়টি থানায়  সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে সেনাবাহিনী।

বুধবার (২৫ মার্চ) বিকেল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রচারণা শুরু করেন তারা।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনকে সহায়তা দিতেই সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন বলে জানান খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

তিনি জানান, সেনাবাহিনীর ছয় প্লাটুন সদস্য মাঠে নেমেছেন। প্রয়োজন হলে পরবর্তীতে আরও নামানো হবে।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত প্রশাসন ও সশস্ত্র বাহিনীর কর্মপদ্ধতি নির্ধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা মাঠে কাজ শুরু করছেন।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে মহানগরীর ময়লাপোতা, রূপসা স্ট্যান্ড রোড, জেলা প্রশাসকের কার্যালয় ও নিরালা এলাকাসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছেন সেনা সদস্যরা।


নূরুজ্জামান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়